ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যানস্যাট প্রতিযোগিতায় এশিয়ায় দ্বিতীয় ইউআইইউ অ্যাসেন্ড দল

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৫ জুন ২০২৫  
ক্যানস্যাট প্রতিযোগিতায় এশিয়ায় দ্বিতীয় ইউআইইউ অ্যাসেন্ড দল

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসেন্ড দল

আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি আয়োজিত ক্যানস্যাট ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় দ্বিতীয় স্থান এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছে ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত ৫-৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত` হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, তাইওয়ান, কানাডা, তুরস্ক, কোরিয়া, ভারত, ইতালি, মেক্সিকো, মালেশিয়া, সিংঙ্গাপুর, জার্মানিসহ প্রায় ১৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল।

আরো পড়ুন:

দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে ইউআইইউ এর দলটি বিশ্বে সপ্তম স্থান অর্জনের পাশাপাশি এশিয়ান দলগুলোর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে।

এর আগে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এই দলটি ২০২৪ সালের ক্যানস্যাট প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় এবং বিশ্বে ১১তম হয়েছিল।

ক্যানস্যাট হল একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা, যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইনের কাজ করে।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়