ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবি ঢাবি ছাত্রদলের

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৭ জুন ২০২৫  
নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবি ঢাবি ছাত্রদলের

মিছিল পরবর্তী সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ককটেল বিস্ফোরণে জড়িতদের বিচার, নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এসব দাবিতে টিএসসি থেকে মিছিল নিয়ে কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটিয়ে অনিরাপদ করে শিক্ষার্থীদের মনে ভয়-ভীতি সঞ্চার করতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিহা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্যাম্পাস আবার অনিরাপদ হয়ে যাচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ থাকবে ছাত্রলীগের সন্ত্রাসীদের থেকে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখার জন্য।”

আরো পড়ুন:

প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “এই প্রশাসন দায়িত্ব পালন করতে পারছে না। ৫ আগস্টের পর টিএসসিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি মুছে দেওয়া হয়েছে, পহেলা বৈশাখের আগে ফ্যাসিবাদের প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের ভাই সাম্যকে হত্যা করা হয়েছে। এই প্রশাসন কোথাও সুষ্ঠু কোনো পদক্ষেপ নিতে পারেনি। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ককটেল ফাটিয়েছে এই ফ্যাসিবাদের দোসররা। কিন্তু প্রশাসন কিছুই করতে পারছে না, যা এই প্রশাসনের পুরোপুরি ব্যর্থতা।”

তিনি বলেন, “উপাচার্য এই ক্যাম্পাসে একটি মবের কালচার সৃষ্টি ব্যতিত অন্য কোনোকিছু করতে পারেননি। শিক্ষার্থীরা যে নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিল তিনি সেটা নিজ হাতে নষ্ট করেছেন।”

তিনি আরো বলেন, “ক্যাম্পাসে একের পর এক মব সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কোনো কার্যকরি ভূমিকা রাখেননি। যদি শুরু থেকেই ক্যাম্পাসে মব কালচার প্রতিহত করা হত, তাহলে আজ ঢাবি শিক্ষার্থীরা স্বস্তির নিশ্বাস ফেলতে পারত।”

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করার দাবি জানান।

কর্মসূচিতে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়