ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

জবি শাখা ছাত্র অধিকার পরিষদ নেতার পদত্যাগ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৮ জুন ২০২৫  
জবি শাখা ছাত্র অধিকার পরিষদ নেতার পদত্যাগ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (১৭ জুন) মধ্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে তিনি লেখেন, "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সঙ্গত আন্দোলন ও সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।”

তিনি আরো লেখেন, “আমি এই সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে সংগঠনের কল্যাণে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

পদত্যাগের বিষয়ে তাওহিদুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আমার যারা সহযোদ্ধা ছিলেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালবাসা সব সময় থাকবে। তবে বর্তমানে গণঅধিকার পরিষদের কার্যক্রম ও চিন্তাভাবনার সঙ্গে আমার মতপার্থক্য হওয়ার কারণে এবং একান্ত ব্যক্তিগত কিছু কারণে আমি ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি।”

তাওহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ঢাকা/লিমন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়