ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহামুদুল হকের মুক্তি দাবি রাবির সাংবাদিকতা বিভাগের

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২১ জুন ২০২৫   আপডেট: ১৮:৩০, ২১ জুন ২০২৫
মাহামুদুল হকের মুক্তি দাবি রাবির সাংবাদিকতা বিভাগের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহামুদুল হক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহামুদুল হককে গণঅভ্যুত্থানে মারা যাওয়া ছমেস উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

শনিবার (২১ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

আরো পড়ুন:

‎বিবৃতিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মাহমুদুল হককে যেভাবে একটি হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’

‎তারা আরো বলেন, "মাহমুদুল হক সাংবাদিকতা পেশায় সুনামের সাথে কাজ করেছেন এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিচিত। এ ধরনের একজন ব্যক্তির পক্ষে প্রকাশ্য সড়কে হত্যাকাণ্ডে জড়ানো কল্পনাতীত। মামলায় তার নাম অন্তর্ভুক্ত করাটা উদ্দেশ্যপ্রণোদিত এবং সাজানো ঘটনা মনে করার যথেষ্ট কারণ রয়েছে।’

‎বিভাগীয় শিক্ষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান এবং মাহমুদুল হককে মামলা থেকে অব্যাহতি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

ঢাকা/‎সাজ্জাদুর/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়