ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

সিকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২১ জুন ২০২৫   আপডেট: ১৮:৩৭, ২১ জুন ২০২৫
সিকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সংগঠন সিলেটএগ্রিকালচারাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সাউডিএস)  আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা ২০ ও ২১ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করে ১২টি দল। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন রাউন্ড পর্ব বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ এবং কৃষি অর্থনীতি অনুষদের গ্যালারি কক্ষে এবং প্রতিযোগিতার ফাইনাল ২১ জুন ভেটেরিনারি অনুষদ ভবনের-২ এর ৫ম তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

প্রতিযোগিতায় পুরষ্কার হিসেবে থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য ২০০০ টাকার প্রাইজমানি, রানারআপ দলের জন্য ১০০০ টাকা প্রাইজমানি। এছাড়া দেওয়া হবে টুর্নামেন্ট সেরা পুরষ্কার। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান অভিজ্ঞ বিতার্কিকরা।

ঢাকা/আইনুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়