চবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জুলাই
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১ জুলাই (মঙ্গলবার) থেকে শুরু হবে।
সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন।
তিনি বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে। এর আগে, ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইনে স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) পূরণ করবেন। ২৯ ও ৩০ জুন শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে ধার্যকৃত ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবেন।”
এবারের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৮ জন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত।
ঢাকা/মিজান/মেহেদী