ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচনের দাবি বিপ্লবী ছাত্রসমাজের

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৩ জুন ২০২৫  
চাকসু নির্বাচনের দাবি বিপ্লবী ছাত্রসমাজের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রসমাজ।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন করেন সংগঠনটি নেতাকর্মীরা।

আরো পড়ুন:

এ সময় ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, “আমরা বিপ্লব পরবর্তী আমাদের অধিকার আদায় ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বেশি দাঁড়িয়েছি। আজ চাকসু থাকলে বিচ্ছিন্নভাবে আমাদের দাঁড়ানো লাগতো না।”

তিনি বলেন, “প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বার্তা, যতদ্রুত সম্ভব চাকসু নির্বাচন দেন। নয়তো ২৮ হাজার শিক্ষার্থী খুব ভালোভাবেই জানেন, কীভাবে তাদের অধিকার আদায় করতে হয়।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম জাহান শ্রাবণ বলেন, “শিক্ষার্থীরা কী চায় সেটা আসলে প্রশাসন জানে না। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজন চাকসু। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের এ অধিকার থেকে বঞ্চিত করবেন না।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়