ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্নাতকের ফলাফল ছাড়াই স্নাতকোত্তরের পরীক্ষা নিল চবির ফিন্যান্স বিভাগ

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৩, ২৩ জুন ২০২৫
স্নাতকের ফলাফল ছাড়াই স্নাতকোত্তরের পরীক্ষা নিল চবির ফিন্যান্স বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকের ফলাফল প্রকাশ হয়েছে গত ১৯ জুন। এর ১ মাস পূর্বে গত ১৯ মে বিভাগটির ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে।

এ ঘটনায় হতভম্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সেশনজট দূর করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিভাগটির।

আরো পড়ুন:

জানা গেছে, বিভাগটির ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের পরীক্ষা গত ১৯ মে শুরু হয় । ইতোমধ্যে ২৭ মে ও ১৮ জুন আরও দু’টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা গত ১৯ জুন।

তবে ১৯ জুনের পূর্বেই বিভাগটির স্নাতকের অনানুষ্ঠানিক ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।

তিনি বলেন, “সপ্তম সেমিস্টারে কিছু রিটেক, ইম্প্রুভ থাকার কারণে অষ্টম সেমিস্টারের ফলাফল প্রস্তুত থাকা সত্বেও আমরা দিতে পারিনি। তবে রেজাল্ট প্রস্তুত থাকায় সেটা খসড়া করে শিক্ষার্থীদের ১৯ জুনের আগেই জানিয়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ফিন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম বলেন, “আমরা মূলত সেশনজট দূর করতে ফল প্রকাশের পূর্বে স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া শুরু করেছি। আর স্নাতকের অষ্টম সেমিস্টারের পরীক্ষার পরই আমাদের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা মাস্টার্সে প্রভিশনাল এডমিশন পান। এটা বিশ্ববিদ্যালয়ের নিয়মে রয়েছে। তবে সেখানে শর্ত রয়েছে, অষ্টম সেমিস্টারে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তিনি স্নাতকোত্তরের পরীক্ষা দিতে পারবেন না।”

এদিকে বিভাগের অষ্টম সেমিস্টারে একটি কোর্সে অকৃতকার্য হওয়ায় বিপাকে পড়েছেন এক নারী শিক্ষার্থী। অথচ স্নাতকোত্তরের পরীক্ষায় তিনিও অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, “স্নাতকের ফলাফল প্রকাশের পূর্বে স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ যদি সেশনজট দূর করতে চান, তাহলে কেনো তিনি দ্রুত ফল প্রকাশ করছেন না?”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়