ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেট রোভ প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম ‘ইউআইইউ মেরিনার’ টিম

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৫ জুন ২০২৫  
মেট রোভ প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম ‘ইউআইইউ মেরিনার’ টিম

ইউআইইউ মেরিনার দল

যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি আয়োজিত মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় প্রথম হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ মেরিনার’ টিম। একইসঙ্গে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে দলটি।

এছাড়া ‘ইউআইইউ মেরিনার’ দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে।

আরো পড়ুন:

গত ১৭-২১ জুন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের আলপেনার থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত হয়। 

ইউআইইউ’র অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (এইউআরএ) ক্রু রোভ নির্মাণ করে আন্তর্জাতিক মঞ্চে তা প্রদর্শন করে। প্রতিযোগিতায় প্রতিটি দলকে আটটি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল। মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে- পণ্য প্রদর্শন, প্রকৌশল উপস্থাপনা, টেকনিক্যাল ডকুমেন্টেশন, বিপণন প্রদর্শন, সহযোগিতামূলক মিশন, কোম্পানির স্পেসিফিকেশন, কর্পোরেট রেস্পন্সিবিলিটি এবং সেফটি।

মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, বাংলাদেশ এবং মেক্সিকোসহ বিভিন্ন দেশের মোট ১৩টি দল অংশগ্রহণ করে। ‘ইউআইইউ মেরিনার’ দলটি পাইওনিয়ার ক্লাসের এই ১৩টি বিশ্বব্যাপী চূড়ান্ত দলের মধ্যে ৩৭৭ স্কোর পেয়ে সামগ্রিকভাবে পঞ্চম এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও প্রতিযোগিতায় ইউআইইউ টিম ১০০ স্কোরের মধ্যে ৮১ স্কোর করে সেরা টেকনিক্যাল ডকুমেন্টেশনে বিজয়ী হয়।

বিজয়ী ইউআইইউ দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যলয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনয়ারিং বিভাগের অধ্যাপক এমিরেটাস ড. এম রিজওয়ান খান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক ফাহিম হাফিজ এবং প্রভাষক সাইফুর রহমান।

ইউআইইউ থেকে ১০ জনের একটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রকল্পের টিম লিডার হলেন ইউআইউ’র সিএসই বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম অর্চি (প্রকল্প ব্যবস্থাপক) এবং একই বিভাগের শিক্ষার্থী ফারহান জামান (গবেষণা ও উন্নয়ন)।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়