ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ষষ্ঠ মেধাতালিকা দিয়েও জবির ‘বি’ ইউনিটে অর্ধশতাধিক আসন ফাঁকা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৫ জুন ২০২৫  
ষষ্ঠ মেধাতালিকা দিয়েও জবির ‘বি’ ইউনিটে অর্ধশতাধিক আসন ফাঁকা

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ‘বি’ ইউনিটের আসন পূরণে দেখা দিয়েছে সংকট। অনেক শিক্ষার্থী ভর্তি না হওয়ায় কলা ও আইন অনুষদভুক্ত এই ইউনিটে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশের পরও ফাঁকা রয়েছে অর্ধশতাধিক আসন।

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা।

আরো পড়ুন:

তিনি বলেন, “অনুষদের আওতাধীন ১২টি বিভাগে বর্তমানে ৭০-৭৫টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন পূরণে ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “আজ যারা সাক্ষাৎকারে অংশ নিয়েছেন, তাদের মধ্য থেকেই শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজ ও ফাঁকা আসনের সামঞ্জস্য রেখে ভর্তি সম্পন্ন করা হবে। ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই দ্রুত মেধাতালিকা প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হবে,"। 

মঙ্গলবার (২৪ জুন) দিনভর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হয়। ফাঁকা আসনের চেয়ে প্রায় সাতগুণ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক হোসনে আরা।

তবে আসন ফাঁকা থাকলে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, “এখনই কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়