ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবিতে গাঁজা সেবনকালে ৩ ছাত্রীসহ ৯ শিক্ষার্থী আটক

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৬ জুন ২০২৫   আপডেট: ১৭:৫৬, ২৬ জুন ২০২৫
চবিতে গাঁজা সেবনকালে ৩ ছাত্রীসহ ৯ শিক্ষার্থী আটক

ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনরত অবস্থায় তিন ছাত্রীসহ নয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার (২৫ জুন) রাত ৮টার পর চবি প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিন এবং কলা ঝুপড়ির পার্শ্ববর্তী স্থান থেকে তাদের আটক করা হয়েছে। 

আরো পড়ুন:

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিন এবং কলা ঝুপড়ির পার্শ্ববর্তী স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। পৃথক দুই গ্রুপে আটক হয়েছেন মোট নয়জন। এর মধ্যে ছয়জন ছাত্র ও তিনজন ছাত্রী। এক গ্রুপে পাঁচজন এবং আরেক গ্রুপে চারজন ছিল। তাদের মধ্যে একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এরই ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল (বুধবার) দুইটি স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়েছে।”

আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “তাদের নাম-পরিচয় আমরা গণমাধ্যম দিচ্ছি না। আমরা চাচ্ছি, উপযুক্ত কাউন্সিলিয়ের মাধ্যমে তাদের মাদক থেকে সরিয়ে আনতে। তারা আমাদের কাছে মুচলেকাও দিয়েছে। আমরা আপাতত সরাসরি অ্যাকশনে না গিয়ে কাউন্সিলিং করছি “

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়