অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষেপলেন জবি শিক্ষিকা
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন জবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও হেনস্তার অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ জুন) দুপুরে বাংলা বিভাগের কার্যালয়ে সাক্ষাৎ করে অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে গেলে ফেরদৌসী খাতুন ‘খবরের কাগজ’ এর জবি প্রতিনিধি মুজাহিদ বিল্লাহর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, তিনি উত্তেজিত হয়ে একাধিক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন, মামলা করার হুমকি দেন এবং গায়ে হাত তোলারও চেষ্টা করেন।
এ সময় সেখানে উপস্থিত ‘ডেইলি ক্যাম্পাস’ এর প্রতিনিধি জুনায়েদ মাসুদ এবং ‘রাইজিংবিডি ডটকম’ এর প্রতিনিধি লিমন ইসলামকেও তিরস্কার ও অসৌজন্যমূলক আচরণে লিপ্ত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ বিল্লাহ বলেন, “আমি প্রায় ৬-৭ মাস ধরে এ বিষয়ে অনুসন্ধান করছি। তথ্য অধিকার আইনে প্রাপ্ত নথিপত্রে দেখা গেছে, তিনি টানা ৬ বছর ক্লাসে অনুপস্থিত। এসব বিষয়ে ব্যাখ্যা জানতে চাইতেই তিনি ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিতে আসেন এবং মামলা করার হুমকি দেন। এরপর অশালীন ভাষা ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করেন।”
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুনকে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল নম্বরটি খোলা পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের মন্তব্য জানতে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
ঢাকা/লিমন/মেহেদী