ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ লাখ টাকা সরকারি ফান্ডিং পেল রাবি শিক্ষার্থীদের স্টার্টআপ

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২৯ জুন ২০২৫  
১০ লাখ টাকা সরকারি ফান্ডিং পেল রাবি শিক্ষার্থীদের স্টার্টআপ

ঢাকা আইসিটি টাওয়ারে ‘বিকো অল ইন ওয়ান’ টিমকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর কর হয়।

আইসিটি বিভাগের অধীন আইডিইএ প্রকল্প থেকে ১০ লাখ টাকার প্রি-সিড ফান্ডিং পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যমী তরুণদের গড়া উদ্ভাবনী স্টার্টআপ ‘বিকো অল ইন ওয়ান’।

রবিবার (২৯ জুন) ঢাকা আইসিটি টাওয়ারে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকার বাইরে থেকে এমন একটি অর্জন শুধু বিস্ময়করই নয়, বরং প্রমাণ করে, প্রযুক্তি ও উদ্ভাবনের আলো এখন সারা দেশেই ছড়িয়ে পড়ছে।

আরো পড়ুন:

‘বিকো অল ইন ওয়ান’ একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে একত্র হয়েছে দক্ষতা-ভিত্তিক অনলাইন শিক্ষা ও ক্যারিয়ার গাইড, লোকজ পণ্য ও ই-কমার্স সেবা। এছাড়া বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক কনটেন্ট, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগসহ সব এক ছাতার নিচে। এর মূল স্লোগান ‘স্বপ্নকে উদ্ভাবন কর’।

‘বিকো অল ইন ওয়ান’ এর প্রতিষ্ঠাতা রাবির ফোকলোর বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আবু রাকেশ জয় বলেন, “এই ফান্ড আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা প্রমাণ করতে চাই—ঢাকার বাইরেও আন্তর্জাতিক মানের কিছু গড়ে তোলা সম্ভব। আমাদের লক্ষ্য, বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।”

এ বিষয়ে ‘বিকো অল ইন ওয়ান’ এর টেকনোলজি শাখার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “বিকো অল ইন ওয়ান শুধুমাত্র একটি স্টার্টআপ নয়, এটি আমাদের স্বপ্ন, পরিশ্রম আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু করার সাহস। আমরা চাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি একসাথে এগিয়ে যায়।”

তিনি বলেন, “এই অর্থায়ন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো শক্ত ভিত্তি দিয়েছে। আশা করি, রাজশাহীর মতো শহর থেকেও উদ্ভাবনের নতুন গল্প লেখা যাবে—যা গোটা দেশকে অনুপ্রাণিত করবে।”

তিনি আরো জানান, এই অর্জন শুধু একটি স্টার্টআপের সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য একটি অনুপ্রেরণার আলোকবর্তিকা। সাহস, চিন্তা আর দলগত প্রচেষ্টা থাকলে, রাজশাহীর মতো শহর থেকেও শুরু হতে পারে বিশ্বজয়ের যাত্রা।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়