ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোবিপ্রবির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা পাভেল আটক

গোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৩০ জুন ২০২৫   আপডেট: ১৬:২৬, ৩০ জুন ২০২৫
গোবিপ্রবির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা পাভেল আটক

গোবিপ্রবির নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা পাভেল শিকদার

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা পাভেল শিকদারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৯ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাভেল শিকদারের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনকারী এক ছাত্রকে মারধর করে হাত ভেঙে দেওয়া, আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এবং আন্দোলনের খবর প্রকাশ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। বিস্তারিত জানতে ডিবির সঙ্গে যোগাযোগ করুন।”

তবে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, “আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের সামনে বালুর মাঠ এলাকা থেকে আটক করেছি। তাকে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।”

ঢাকা/রিশাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়