ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুবি

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১ জুলাই ২০২৫  
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুবি

কুবির ১৯টি বিভাগে পৃথকভাবে আয়োজিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে স্ব স্ব বিভাগের উদ্যোগে ছিল নানা আয়োজন। 

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে পৃথকভাবে আয়োজিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

আরো পড়ুন:

উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নবীনদের স্বাগতম জানানোর দিনে নবীন শিক্ষার্থীরাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ঘিরে তাদের নতুন অভিজ্ঞতার কথা।

নবীনদের অনেকে জানান, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়- দুটো পেয়েই অনেক আনন্দিত তারা। লালমাটির সবুজ এই ক্যাম্পাসের সৌন্দর্যে তারা বিমোহিত। 

আইন বিভাগে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী আরিফা জেসমিন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ আমাদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। এজন্য ১১টায় সময় দেওয়া হলেও আমি আরো আগেই চলে এসেছিলাম। এখানে স্যাররা ও সিনিয়ররা আমাদের খুবই আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন।”

পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো. ইমরান জানান, “আমার প্রথম থেকেই ইচ্ছে ছিলো নিজেকে পাবলিকিয়ান হিসেবে পরিচয় দেওয়ার। অনেক চেষ্টা করেও যখন কোনো জায়গায় চান্স হচ্ছিল না, তখন অনেক চেয়েছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। আলহামদুলিল্লাহ, আমি এখন একজন কুবিয়ান। এত সুন্দর ক্যাম্পাস আর সিনিয়রদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে আমরা অনেক আনন্দিত।”

অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর থেকে আগত আরেক নবীন শিক্ষার্থী নাফজান হাসানাত নোহা বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে ভালো লাগছে, সিনিয়ররা খুবই আন্তরিক। তারা আমাদের নবীন বরণের আয়োজন অনেক সুন্দর করে করেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ভালে লাগছে। আশা করি, বিশ্ববিদ্যালয় জীবন ভালো করে কাটাতে পারবো।”

নবীন বরণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “গুচ্ছ থেকে বেরিয়ে এসে আমরা এবার ভালোমানের শিক্ষার্থী পেয়েছি। আমরা পূর্বের ঘোষণা অনুযায়ী আজ ক্লাস শুরু করতে পেরেছি। আমরা চাই নতুন ছাত্র-ছাত্রীরা যাতে র‍্যাগিংয়ের শিকার না হয়। তারা যেন নির্বিঘ্নে ক্যাম্পাসে চলা ফেরা করতে পারে এবং নিজেদের প্রতিষ্ঠানটি উপভোগ করতে পারে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়