ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিকৃবির প্রধান ফটকের নাম ‘জুলাই ৩৬’

সিকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৫ জুলাই ২০২৫  
সিকৃবির প্রধান ফটকের নাম ‘জুলাই ৩৬’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটকের নাম ‘জুলাই ৩৬ গেইট’।

২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’কে স্মরণে রেখে নবনির্মিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান ফটকের নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ গেইট’। এই ফটকটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ টাকা।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় সিকৃবির প্রধান ফটকে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ‘জুলাই ৩৬ গেইট’ এর নামফলক উন্মোচন করেন।

আরো পড়ুন:

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর পরিচালক, হল প্রাধ্যক্ষ, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় উপাচার্য বলেন, “নবনির্মিত ‘জুলাই ৩৬ গেইট’ আত্মত্যাগ ও একটি স্বপ্নের প্রতীক। যে স্বপ্নে ছিল একটি গণতাতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। এই গেইটটির নাম ‘জুলাই ৩৬’ রাখা হয়েছে চব্বিশের জুলাইয়ের শহীদ ও আহত বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে। নামটির প্রতিটি অংশে নিহিত আছে স্মৃতি ও প্রতিজ্ঞা।”

তিনি আরও বলেন, “৩৬ জুলাই কেবল অতীতের একটি দিন নয়, এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা, যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়বিচারের জয়কে চিরস্মরণীয় করে রাখবে।”

অনুষ্ঠান শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের পর মিষ্টি বিতরণ করা হয়।

ঢাকা/আইনুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়