ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

গ্রিন ইউনিভার্সিটিতে চলচ্চিত্র প্রদর্শনী

ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৫ জুলাই ২০২৫  
গ্রিন ইউনিভার্সিটিতে চলচ্চিত্র প্রদর্শনী

গ্রিন ইউনিভার্সিটিতে চলচ্চিত্র প্রদর্শনীতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ

গ্রিন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের আয়োজনে, প্রথম জগন্নাথ ইউনিভার্সিটি ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৫ এর অংশ হিসেবে গ্রিন ইউনিভার্সিটিতে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে জেএমসি মিডিয়া ল্যাবে চলচ্চিত্র প্রদর্শিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি ও গ্রিন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের যৌথভাবে আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

আরো পড়ুন:

বিশেষ অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান, লেকচারার এবং জেএমসি মিডিয়া ক্লাব মডারেটর মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া।

গ্রিন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের মডারেটর কাজী মাহাদী মুনতাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো. শেখ ফরিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সভাপতি আদনান মাহমুদ সৈকত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক রাগিব শাহরিয়ার। 

চলচ্চিত্রকর্মী সামান্থা আলীর উপস্থাপনায় ও গ্রিন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের ব্যবস্থাপনায় দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে প্রায় ২০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

ঢাকা/এস/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়