ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই বিপ্লব ছিল সর্বজনীন গণঅভ্যুত্থান: অধ্যাপক রইছ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৪ জুলাই ২০২৫  
জুলাই বিপ্লব ছিল সর্বজনীন গণঅভ্যুত্থান: অধ্যাপক রইছ

‘জুলাই বিপ্লব ২০২৪’ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ–সমস্যা–উত্তরণ)’ শীর্ষক সেমিনার

জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট দলের আন্দোলন নয়, বরং সর্বজনীন গণঅভ্যুত্থান ছিল বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪’ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ–সমস্যা–উত্তরণ)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

অধ্যাপক রইছ উদ্দিন বলেন, “বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু স্বাধীনতার পরও একটি ব্যক্তি ও একটি রাজনৈতিক দল পুরো কৃতিত্ব নিজেদের নামে নিয়ে নিয়েছিল, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই দল ও নেতৃত্বের বৈষম্যমূলক নীতির কারণে জুলাই বিপ্লব ২০২৪ সংঘটিত হয়েছে।”

তিনি বলেন, “জুলাই বিপ্লব শুধু একটি কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন ছিল না, বরং এটি ছিল সর্বজনীন গণঅভ্যুত্থান। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে এই বিপ্লব সফল হয়েছে। জুলাইয়ে শহীদদের স্মরণে আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং ‘জুলাই চেতনা’ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে।”

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসের মূল ভিত্তি ভাষা ও স্বাধীনতা। ২০২৪ সালের বিপ্লব ছিল আদর্শ ও চিন্তার পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পরিবর্তনের প্রতিফলন আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটাতে হবে।”

আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

আলোচনায় অংশ নেন নির্বাচন তদন্ত কমিশন ও জুডিশিয়াল রিফর্ম কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়