রাবিতে কোটায় ভর্তির জন্য ক্লাস শুরুর তারিখ পিছিয়েছে
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৭ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম।
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কোটার ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। রাবি কতৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে কোটার ভর্তি প্রক্রিয়া।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, “আজকের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হওয়ার সময় পিছিয়েছে। মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটার ভর্তিগুলোর জন্য টেস্ট হচ্ছে আজ।”
তিনি বলেন, “কোটার ভর্তি চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। এজন্য আগামী ৩ আগস্ট ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু করা সম্ভব হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হবে ১৭ আগস্ট।”
ঢাকা/ফাহিম/মেহেদী