‘বাগছাসে জেন্টলম্যান পলিটিক্স নাই’ জানিয়ে ঢাবি নেতার পদত্যাগ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী জাসিম জিহান
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সদস্য জাসিম জিহান পদত্যাগ করেছেন।
রবিবার (২৬ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি মো. জাসীম-উস-জিহান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য। আমি এই সংগঠন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং এই মুহূর্ত থেকে সংগঠনের সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করলাম।”
জাসিম জিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
জানতে চাইলে তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “বাগছাসে আসছিলাম আমার একটা স্বপ্ন ছিল। মানে আরবান, জেন্টলম্যান পলিটিক্স যারা করতে চায়, তাদের একটা সুযোগ থাকবে হয়তো। কিন্তু পরে দেখি, পরিবেশ তো সেই আগের মতোই নোংরা হয়ে গেছে। ওই পলিটিক্স আমাদের দ্বারা হয় না আসলে। ওই পলিটিক্সে আমি থাকতে পারব না।”
তিনি বলেন, “নতুন বন্দোবস্তেরও কিছু পেলাম না। জেন্টলম্যান পলিটিক্সের কোনো স্থানও আসলে এখানে নেই।”
ঢাকা/সৌরভ/মেহেদী