পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রজেক্ট শো
পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রজেক্ট শো প্রেজেন্টেশন-২০২৫ অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রজেক্ট শো প্রেজেন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গ্যালারি-২-এ এই প্রজেক্ট শো প্রেজেন্টেশন প্রোগ্রামটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাধিক দলে যুক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. মো কামরুজ্জামান খাঁন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, সহকারী প্রক্টর মো. আরিফুল ইসলাম, সহকারী ছাত্র উপদেষ্টা মো. ইমরান হোসাইন প্রমুখ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “গত বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রথম র্যালি বের করেছিল। আমরা তাদের স্মরণ করি, যারা এই আন্দোলনে জীবন দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিগত ১৬ বছরে কোনো সায়েন্ট ক্লাব ছিল না যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চা করবে।”
তিনি বলেন, “তোমরা যারা এ ধরনের সুন্দর আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরেছো, তাদের ধন্যবাদ জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এর জন্য যা কিছু করা দরকার আমরা তাই করব।”
ঢাকা/আহসান/মেহেদী