ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষিদ্ধ ঘোষিত ৮ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে জাবি ছাত্রদল আহ্বায়কের মামলা

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:২৯, ২ আগস্ট ২০২৫
নিষিদ্ধ ঘোষিত ৮ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে জাবি ছাত্রদল আহ্বায়কের মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর

২০১৫ সালে নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

ছাত্রলীগের আট নেতাকর্মী ও ১০-১২ জন অজ্ঞাতনামাকে আসামি করে ঢাকার আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন— আসিফ আহমেদ (রসায়ন ৩৯তম ব্যাচ), মোহাম্মদ নাজিমুল ইসলাম ওরফে বোরন (অর্থনীতি ৪২তম ব্যাচ), মো. আমান উল্লাহ (দর্শন ৪২তম ব্যাচ), মো. জায়মান আলী প্রিন্স (প্রত্নতত্ত্ব ৪২তম ব্যাচ), মোহাম্মদ কৌশিক রহমান (লোক প্রশাসন ৪২তম ব্যাচ), মো. শাহরুখ শাহরিয়ার ওরফে সৌমিক (লোক প্রশাসন ৪২তম ব্যাচ), মোহাম্মদ ইয়াসিন (ভুগোল ও পরিবেশ বিজ্ঞান ৪২তম ব্যাচ) এবং মোহাম্মদ হাবিবউল্লাহ (লোক প্রশাসন ৪২তম ব্যাচ)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় রসায়ন বিভাগের স্নাতকোত্তর টিউটোরিয়াল পরীক্ষা শেষে আসিফ আহমেদের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে রসায়ন বিভাগের গ্যালারিতে প্রবেশ করে জহির উদ্দিন বাবরের ওপর হামলা চালায়। তাকে টেনে-হিঁচড়ে ভবনের সামনে এনে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় লোহার রড ও পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয়।

এছাড়াও নাজিমুল ইসলাম ওরফে বোরন তার হাতে থাকা জিআই পাইপ দিয়ে বাবরের ডান পায়ে মারাত্মক আঘাত করলে হাড় ভেঙে যায়। পরে সহপাঠীদের সহায়তায় তিনি উদ্ধার হন এবং প্রথমে জাবি মেডিক্যাল সেন্টারে এবং পরে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে মামলার বাদী ও ভুক্তভোগী জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “শুধু রাজনৈতিক মত পার্থক্যের কারণে আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং আমার শিক্ষা জীবন ক্ষতিগ্রস্থ করা হয়েছে। দেশের বৈরী রাজনীতিক পরিবেশের কারণে আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। বৃহস্পতিবার আমি আশুলিয়া থানায় মামলা দায়ের করেছি। আমার প্রত্যাশা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি আব্দুল হান্নান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়