ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাইয়ে হামলা

বিচার দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ফিরলেন শিক্ষার্থীরা

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ২০:০৬, ১৫ আগস্ট ২০২৫
বিচার দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ফিরলেন শিক্ষার্থীরা

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মী, জুমার নামাজ পড়তে বাধা দেওয়া ও উসকানীদাতা শিক্ষকদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণির আশ্বাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিরেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল নিয়ে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়ক থেকে প্রশাসনিক ভবনে যায়। বিক্ষোভ-মিছিলের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে অংশগ্রহণ করতে স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গণি শিক্ষার্থীদের দাবির মুখে পড়েন এবং আশ্বাস দেন জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মী ও জুলাইয়ে উসকানীদাতা শিক্ষকদের সুস্পষ্ট ডকুমেন্টস সরবরাহ করলে দ্রুত বিচারের আওতায় আনবেন। আশ্বাস পরবর্তীতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ-মিছিল শেষ করেন।

বিক্ষোভ-মিছিলে শিক্ষার্থীরা বলেন, ‘যারা অতীতে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিল, ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সরাসরি জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং অনেকে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথে সরাসরি জড়িত থেকেও হলে অবস্থান করছে। আজকের রিজেন্ট বোর্ডের মিটিং থেকে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত দেখতে চাই। এছাড়া যারা জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতা করছিলেন, অনতিবিলম্বে তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে।’

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগের দোসরদের বহিষ্কার করতে হবে। গত এক বছর আমরা অনেক প্রহসন দেখেছি, এবার যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হব।’

যবিপ্রবি/ইমদাদুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়