ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবির নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী জুনে

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৬ আগস্ট ২০২৫  
কুবির নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী জুনে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ক্যাম্পাস চালু হচ্ছে আগামী বছরের জুন মাসে। এরইমধ্যে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। 

২০২১ সালের ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি অনুযায়ী একই বছরের নভেম্বরে ভূমি উন্নয়ন ও ভৌত কাজ শুরু হয়। প্রথম মেয়াদে ২০২৩ সালের জুন পর্যন্ত কাজ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। তবে দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ না হওয়ায় আবারো ২০২৬ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে সেনাবাহিনীর ওই ইউনিট। এ বিষয়ে আগামী ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এস. এম শহিদুল হাসান বলেন, “নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে। উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আগামী জুনের মধ্যেই চারটি আবাসিক হল ও চারটি একাডেমিক ভবনের কাজ শেষ করে নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, নতুন ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ও ভিসি বাংলোর কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। তিনটি একাডেমিক ভবনের ৭০ শতাংশ এবং একটি ভবনের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। চারটি আবাসিক হলের মধ্যে একটি ৯০ শতাংশ এবং বাকি তিনটির গড়ে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, “২০২৬ সালের জুন-জুলাই মাসে আমাদের নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। প্রথমে চারটি আবাসিক হল এবং চারটি একাডেমিক ভবন চালু করা হবে। আর দশ মাস সময় আছে; এর মধ্যেই অবশিষ্ট কাজ শেষ হবে বলে আশা করছি।”

নতুন ক্যাম্পাসের কাজ সম্পন্ন হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়তন দাঁড়াবে ২৪৪ দশমিক ১৯ একর।

ঢাকা/ এমদাদুল হক/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়