ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবিতে ‘বাঙালি মুসলমানের রাজনৈতিক লড়াই’ বিষয়ে সভা

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৬ আগস্ট ২০২৫  
শাবিপ্রবিতে ‘বাঙালি মুসলমানের রাজনৈতিক লড়াই’ বিষয়ে সভা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাঙালি মুসলমানের সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিংয়ে লিখিয়ে সাহিত্য সংসদের উদ্যোগে এ আয়োজন হয়।

লিখিয়ে সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক সাফওয়ান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ফাহমিদ-উর-রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদ-উর-রহমান বলেন, “আমাদের আত্মপরিচয়কে আমাদের খুঁজে বের করতে হবে। বাঙালি মুসলমানরা লড়াইয়ের মাঝেই আছে। বাঙালি মুসলমানের একটি রেনেসাঁ প্রয়োজন। নিজেদের আত্মপরিচয়ের সংকট দূর করার মাধ্যমেই এই লড়াইয়ে বিজয়ী হওয়া সম্ভব।”

আয়োজনে সার্বিক সহযোগিতা করে সমাজ, সংস্কৃতি ও ইতিহাস নিরীক্ষার কাগজ ‘বাঙলানামা’।

শাবিপ্রবি/ইকবাল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়