ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন: উপাচার্য

বেরোবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ আগস্ট ২০২৫  
নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন: উপাচার্য

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত কয়েকদিন আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

আগামী নভেম্বরের মধ্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর শওকাত আলী। 

গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আমরণ অনশনের পর রবিবার (১৭ আগস্ট) দুপুরে তিনি এ ঘোষণা দিলেন। 

উপাচার্য বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের যোগদান করেই আবু সাঈদের হত্যার বিচার এবং ছাত্র সংসদ নিয়ে কথা বলেছি। সেটি শিক্ষার্থীরাও জানে। তাই তাদের ধৈর্য ধরতে বলব। আশা করি, স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করব।” 

এদিকে, অনশনে থাকা শিক্ষার্থীর বলেন, “আমরা আর আশ্বাস চাই না, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ চাই। ছাত্র সংসদ আমাদের অধিকার। প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ নাই। অথচ তার জন্য টাকাও আদায় করা হচ্ছে।”

অনশনরত শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ডে লেখেন, ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সেদিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’।  

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ে দাবি পূরণে কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসেছেন বলে জানান।

ঢাকা/গাজী আজম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়