ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন

স্বর্ণজয়ী ক্রীড়াবিদ আরমান লড়বেন শিবির সমর্থিত প্যানেল থেকে 

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৪ আগস্ট ২০২৫  
স্বর্ণজয়ী ক্রীড়াবিদ আরমান লড়বেন শিবির সমর্থিত প্যানেল থেকে 

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হয়েছেন আরমান হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে মনোনীত হয়েছেন আরমান হোসেন। তিনি সেলফ ডিফেন্স প্রশিক্ষক, এমফিল গবেষক, মার্শাল আর্টিস্ট, এবং ক্রীড়া সংগঠক।

শিবিরের প্যানেল থেকে প্রার্থী হওয়ার কারণ সম্পর্কে আরমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমি আগে থেকেই নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। শিবিরের প্যানেলে থেকে লড়াই করলে জয়ের সম্ভাবনা বেশি মনে হয়েছে, তাই এই প্যানেল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

আরো পড়ুন:

আরমান ২০১৮ সালে জুডো কারাতে শুরু করেন। এ বিষয়ে তিনি বলেন, “২০২১ সালে এসে আমি কারাতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর থেকে নিয়মিত অনুশীলন শুরু করেছি। ইন্টার হল জুডো ও ইন্টার হল কারাতে প্রতিযোগিতায় প্রত্যেকবারই আমি অংশগ্রহণ করেছি এবং প্রতিবারই স্বর্ণপদক জিতেছি, অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছি। এছাড়া, ইন্টার ক্লাব জুডো কারাতে চ্যাম্পিয়ন হয়েছি, স্বাধীনতা দিবস চ্যাম্পিয়নশিপ, জিগারো জুডো চ্যাম্পিয়নশিপসহ প্রায় সব ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং সাফল্য অর্জন করেছি।”

তিনি আরো বলেন, “২০২৪ সালে আমি জুডো ব্ল্যাক বেল্ট পেয়েছি এবং একই বছরে দ্বিতীয়বারের মতো কারাতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছি। জুডো–কারাতের পাশাপাশি আন্তঃহল ও আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল খেলেছি এবং কয়েকটিতে ভালো করেছি। এছাড়া আন্তঃহল ওয়াটার পোলোতে রানার্স আপ হয়েছি। ২০২১ সাল থেকে আমি জুডো–কারাতে স্বেচ্ছাসেবক প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করি এবং এটি আন্দোলনের আগ পর্যন্ত চলমান ছিল। আন্দোলনের পর মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি পাঁচটি ছাত্রী হলে, মলচত্বরে ছেলেদের জন্য এবং সর্বশেষ ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং-এ সাত দিনের সেলফ-ডিফেন্স প্রোগ্রাম আয়োজন করেছি।”

আরমান ‘জে কে কমব্যাট একাডেমি’ প্রতিষ্ঠা করেছেন। এর লক্ষ্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শারীরিক ফিটনেস বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করা। তিনি বর্তমানে টেকনিক অব সেলফ ডিফেন্স বিষয়ে এমফিল করছেন।

আরমান জানান, নির্বাচিত হলে তিনি মেয়েদের হলে প্রতি বছর সেলফ-ডিফেন্স প্রশিক্ষণ চালু করবেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের বৈষম্য নিরসন করবেন, বিশ্ববিদ্যালয়ের মাঠ সংস্কার করবেন, ক্রীড়া পঞ্জিকা তৈরি ও জিমনেশিয়াম সমৃদ্ধ করবেন। এছাড়া প্রত্যেক হলে মিনি জিমনেশিয়াম চালু, শারীরিক শিক্ষা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট তৈরি, অনলাইন ফি প্রদানের ব্যবস্থা, ইনডোর গেমস সেন্টারে স্মার্ট কার্ড পাঞ্চ সিস্টেম ও সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করবেন। কোটা ভিত্তিক খেলোয়াড়দের জন্য ভারসাম্যপূর্ণ নীতি প্রণয়নের উদ্যোগ নেবেন। আন্তঃহল ও আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার বাজেটও বৃদ্ধি করা হবে।

ডাকসুর তফসির অনুযায়ী ভোট হবে ৯ সেপ্টেম্বর। ৬ বছর পর শিক্ষার্থীরা বেছে নেবেন তাদের প্রতিনিধি৷ এবারের ডাকসু নির্বাচনে ৫০৯ জন প্রার্থী আছেন, ভিপি পদে লড়ছেন ৪৮।

ঢাকা/সৌরভ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়