ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

রাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৪ আগস্ট ২০২৫  
রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শুরু হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হচ্ছে রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়নপত্র নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা।

দুপুর সাড়ে ১২ টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমানের হাতে প্রথম মনোনয়নপত্র তুলে দেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) প্রার্থী।

এছাড়া, রাকসুতে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) একসময় ছিল শিক্ষার্থীদের গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের অন্যতম মঞ্চ। ডাকসুর আদলে গঠিত এই ছাত্র সংসদের কার্যক্রম শুরু হয় ষাটের দশকে।

রাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৬৬ সালে। এরপর আশির দশক পর্যন্ত নিয়মিতভাবেই নির্বাচন হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে রাকসু ছিল সক্রিয় ভূমিকা পালনকারী সংগঠন। জাতীয় রাজনীতির বিভিন্ন আন্দোলনেও রাকসুর নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে ১৯৮৯ সালের পর থেকে আর কোনো নির্বাচন হয়নি। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে অচলাবস্থায় রয়েছে রাকসু। রাজনৈতিক অস্থিরতা, দলীয় সংঘর্ষ ও প্রশাসনিক অনীহাকে এ দীর্ঘ বিরতির অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

যদিও শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে, বিশেষ করে ২০১৮-১৯ সালে ডাকসু নির্বাচনের প্রাক্কালে রাকসু পুনরুজ্জীবনের দাবি জোরদার হয়।

ঢাকা/ফাহিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়