কুবির বাসে ট্রাকের ধাক্কা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসটি ইউটার্ন নেয়ার সময় ট্রাক ধাক্কা দিলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাস ইউটার্ন নিতে গিয়ে ট্রাক ধাক্কা দিলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলীর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক সহকারী রেজিস্ট্রার মোশারফ হোসেন ভূঁইয়া দুর্ঘটনার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের ভাড়ায়চালিত বিআরটিসি ৪ নম্বর বাসকে একটা ট্রাক ধাক্কা দিয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।’’
বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস শিডিউল অনুযায়ী দুপুর ২টায় বিআরটিসির বাস (ঢাকা মেট্রো-ব ১১-৪৯৫১) শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। বেলতলী-পদুয়ার বাজার রুটে চলাচলরত বাসটি বেলতলীতে ইউটার্ন নেয়ার সময় চট্টগ্রাম অভিমুখী ট্রাক বাসের সামনের দিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নিকটস্থ ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন বাসে থাকা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ ওসমান গনি।
প্রত্যক্ষদর্শী মুহম্মদ ওসমান গনি জানান, বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলতলী ইউটার্ন নেয়ার সময় খুব ধীরে চলছিল। অর্ধেক ইউটার্ন নেয়ার পর একটা ট্রাক দেখে থেমে যায়। ট্রাকটি গতি বা দিক পরিবর্তন না করে দ্রুত চলে যায়। তখন বাসের সামনে জোরে ধাক্কা লাগে। বাসের সামনের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গ্লাস ভেঙে শরীরে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
তিনি আরো জানান, শিক্ষার্থীরা ট্রাককে ধরার চেষ্টা করলে দ্রুত পালিয়ে যায়। শিক্ষার্থীদের কেউ গুরুতর আহত হয়নি।
ঢাকা/এমদাদুল/বকুল