ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মদন বিএনপির কমিটিতে সরকারি স্কুলের শিক্ষক

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৫৫, ২৪ আগস্ট ২০২৫
মদন বিএনপির কমিটিতে সরকারি স্কুলের শিক্ষক

শিক্ষক মজিবুর রহমান লিটন

নেত্রকোনার মদন উপজেলা বিএনপির কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক পদ পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান লিটন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত মদন উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

আরো পড়ুন:

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কমিটি প্রকাশিত হয়। এতে ছাত্রবিষয়ক সম্পাদক পদে মজিবুর রহমান লিটনের নাম দেখা যায়।

জানা গেছে, মো. মজিবুর রহমান লিটন উপজেলার মদন দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির পদেও রয়েছেন। তিনি মদন দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে শিক্ষক মজিবুর রহমান লিটন বলেন, “পদ পাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। পদের জন্য কারো কাছে তদবিরও করিনি। লোকমুখে শুনেছি যে, পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক পদে আমার নাম রয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে পরে এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে কথা বলে ক্ষোভ প্রকাশ করেছি। সরকারি চাকরি করে দলীয় পদে থাকার নিয়ম নেই। বড় পদ পেলে না হয় চাকরি ছেড়ে দিতাম।”

তিনি আরো বলেন, “স্কুল সরকারি হওয়ার আগে দীর্ঘ বছর উপজেলা ছাত্রদল, পরে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন যে পদে রাখা হয়েছে, এটা আমার জন্য অসম্মানজনক। কারণ আমার অনেক জুনিয়ররা এই কমিটির অনেক বড় পদে রয়েছে। এ ক্ষেত্রে আমি নিজে থেকে চেয়ে নিলে অবশ্যই বড় পদের জন্য বলতাম।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়দা রুবায়াত বলেন, “সরকারি চাকরিজীবীর কোনো দলীয় পদে থাকার নিয়ম নেই। আমাকে ফোনে অনেকে ওই শিক্ষকের দলীয় পদ পাওয়ার বিষয়টি জানিয়েছেন। এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি। কাগজপত্র পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তবে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা/ইবাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়