ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: বাতিল হতে পারে জুলিয়াস সিজারের প্রার্থিতা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৫ আগস্ট ২০২৫  
ডাকসু নির্বাচন: বাতিল হতে পারে জুলিয়াস সিজারের প্রার্থিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের জন্য সুপারিশ করেছে ট্রাইবুন্যাল।

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিলকৃত প্রার্থীদের আপিল নিষ্পত্তি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুন্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরো পড়ুন:

সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন।

তিনি বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সে বিষয়গুলো সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন কমিশন গঠন করেছেন। এই কাজ তো আমাদের না। তারা আমাদের কাছে সুপারিশ করেছে। আমরা এখন বিষয়গুলো নিয়ে বসব। তবে ট্রাইবুন্যাালের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন বাধ্য।”

জানা যায়, স্বাধীন এই ট্রাইব্যুন্যাল কমিটি জুলিয়াস সিজার ছাড়াও বায়েজিদ বোস্তামী নামের আরো একজনের প্রার্থিতা বাতিলের সুপারিশ করেছে। একইসঙ্গে তাদের নাম ভোটার তালিকা থেকেও বাদ দেওয়ার বিষয়েও সুপারিশ এসেছে। মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকায় এ সুপারিশ করা হয়েছে।

ট্রাইবুন্যাল কমিটির সুপারিশ বলছে, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলিয়াস সিজার তালুকদার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িত ছিল। অনুরূপ ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে ইতোপূর্বে বাদ দেওয়া হয়েছে। এজন্য এই দুই শিক্ষার্থীর নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে।

ফলে মো. জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিল করার জন্য সুপারিশ করা হলো।

সুপারিশ আরো বলা হয়েছে, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থী কর্তৃক আনিত অভিযোগে যথাযথ প্রমাণাদি না থাকায় এবং অভিযোগপত্রে অভিযোগকারীর স্বাক্ষর না থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়