ডাকসু নির্বাচন
ভোটের দিন সেনা মোতায়েনসহ তিন স্তরের নিরাপত্তা
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচনের সাত দিন আগে থেকে হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। একইসঙ্গে নির্বাচনের দিন বৈধ ভোটার ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।”
রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর বিকেল থেকে এবং ৯ সেপ্টেম্বর সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।
সেই সভায় আরেক রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম প্রার্থীদেরকে সতর্ক করে বলেছেন, মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না প্রার্থীরা।
ঢাকা/সৌরভ/রফিক