ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন

সাদা-কালো পোস্টারে থাকবে শুধু প্রার্থীর ছবি

ঢাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৪৭, ২৬ আগস্ট ২০২৫
সাদা-কালো পোস্টারে থাকবে শুধু প্রার্থীর ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে প্রচারে সাদা-কালো পোস্টারে শুধু প্রার্থীর ছবি ব্যাবহার করা যাবে। অন্য কারো ছবি ব্যাবহার করলে ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হবে৷ 

সোমবার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় প্রার্থীদেরকে ডাকসু নির্বাচনের আচরণবিধির ৭ নম্বর ধারা স্মরণ করিয়ে দেওয়া হয়। 

এতে বলা হয়, সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা-কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না।

আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছ-পালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি করা যাবে না।

কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন বা কোনো ব্যক্তি বা গোষ্ঠী কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচার চালাতে পারবে না।

দেয়াল লিখন ও পোস্টারে দলীয় আদর্শের ধারক-বাহক নেতাদের ছবির সঙ্গে প্রার্থীর ছবি রাখা বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার অবিচ্ছেদ্য অনুষঙ্গ। তাই, এই নিয়মকে ‘প্রথাবিরোধী’ বলে মনে করছেন অনেকে। 

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৫০৯ জন প্রার্থীর মাঝে শীর্ষ পদ ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৮ জন। মঙ্গলবার ২৬ আগস্ট থেকে নির্বাচনের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। প্রচার চলবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। আচরণবিধির ধারা ৬ এর (চ) পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন: শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভিতরে ও করিডোরে মিছিল করা যাবে না।

ঢাকা/সৌরভ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়