ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবি শিক্ষিকা জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৫  
জাবি শিক্ষিকা জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

জাকসু নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে জান্নাতুল ফেরদৌস মৌমিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৮টার আগে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর শোকাহত হয়ে পড়েন তার সহকর্মীরা। চারুকলা বিভাগে তার মরদেহ নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা।

বিকেল ২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা শেষ হয়েছে।

জান্নাতুল ফেরদৌসের গ্রামের বাড়ি পাবনা শহরে। সেখানেই তাকে দাফন করা হবে। জান্নাতুলের সহপাঠী নজির আমিন চৌধুরী এ তথ্য জানান।

জান্নাতুল ফেরদৌসের স্বামীর নাম সিরাজুল ইসলাম। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে।

জাবির চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “আমাদের প্রিয় সহকর্মীর আচরণে কেউ কষ্ট পেলে তাকে ক্ষমা করে দেবেন। সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করবেন।”

‎‎বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা এ সময় বলেন, “আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে যেন শান্তিতে রাখেন।”

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “তিনি একজন আদর্শ ও সবার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন। কোনো অপরাধ থাকলে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। তার পরিবারকে আল্লাহ যেন ধৈর্য দান করেন।”

ঢাকা/সাব্বির/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়