ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির জাবি প্রতিনিধি আহসান

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৩২, ৬ ডিসেম্বর ২০২৫
বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির জাবি প্রতিনিধি আহসান

জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের হাত থেকে পুরস্কার নিচ্ছেন রাইজিংবিডির প্রতিনিধি আহসান হাবীব।

প্রজাপতি সংরক্ষণ, বন্যপ্রাণী ও প্রকৃতি বিষয়ে সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিনিধি আহসান হাবীব।

শুক্রবার (৫ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত ঐতিহ্যবাহী প্রজাপতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও রিপোর্টিং (ব্রডকাস্ট) ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, মেলার আহ্ববায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনওয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান প্রমুখ।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আহসান হাবীব বলেন, “কাজের স্বীকৃতি সবসময়ই নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগায়। এই পুরস্কার আমাকে বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে সাংবাদিকতায় আরো দায়িত্বশীল করবে। তবে জীববৈচিত্র্য রক্ষায় কেবল জনসচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে ‘সংরক্ষিত এলাকা’ গড়ে তোলার দিকে আমাদের নজর দিতে হবে।”  অভয়াশ্রম বা সংরক্ষিত এলাকা ছাড়া বিপন্ন প্রজাতিগুলোকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন তিনি। 

আহসান হাবীব ছাড়াও এবারের মেলায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে মিজানুর রহমান এবং ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাহ আলম বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগ, আইইউসিএন-সহ দেশের প্রকৃতি, পাখি, প্রজাপতি ও বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রজাপতি সংরক্ষণ ও এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই প্রজাপতি মেলার আয়োজন করে থাকে। এবারের মেলার স্লোগান ছিল ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’।

ঢাকা/এ এইচ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়