ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরীক্ষার্থীদের জন্য তাপসের সহানুভূতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষার্থীদের জন্য তাপসের সহানুভূতি

ছবি : শাহীন ভূইয়া

নির্বাচন পেছানোর কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে নতুন করে শিডিউল নির্ধারণ করায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন শেখ ফজলে নূর তাপস।

নির্বাচন না পিছিয়ে এগিয়ে আনলে তা সবার জন্য ভালো হতো বলেও জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর মতিঝিলে নটরডেম স্কুলের পাশে নির্বাচনী প্রচার শুরু করার আগে পথসভায় সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাপস। 

তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে, সেখানে হয়তো নগরবাসীর কাছে যেতে আমরা আরো একটু বেশি সুযোগ পাবো। তবে আমার শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। কারণ এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূচি যদি পরিবর্তন করতে হতো তাহলে আরো আগে সিদ্ধান্ত নিলে ভালো হতো।’

‘আমি মনে করি নির্বাচনের তারিখ না পিছিয়ে এগিয়ে নিয়ে আসলে আরো ভালো হতো। শিক্ষার্থীদের অসুবিধা আর হতো না। কারণ পরিবার পরিজনসহ তাদের এই পরীক্ষার প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তাদের ব্যাঘাত হচ্ছে। আমরা যে গণসংযোগ করছিম সে কারণেও শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটছে। নির্বাচনের তারিখ এগিয়ে নিয়ে আসলে সবার জন্য ভালো হতো। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি’।    

সুষ্ঠু সিটি নির্বাচন নিয়ে ধানের শীষের প্রার্থীদের সংশয় প্রকাশ নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। আমি কোনো শঙ্কা দেখছি না। প্রত্যেক এলাকায় তাদের (বিএনপি) যথেষ্ট পোস্টার রয়েছে। তারা সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ডে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন যদি কেউ গণসংযোগ না করে ঘরে বসে থাকে তাহলে তো সেটার বিষয়ে আমাদের বলার কিছু নেই।’

‘আমরা দ্বারে দ্বারে যাচ্ছি, ঢাকাবাসীর ঘরে ঘরে যাচ্ছি, স্বত:স্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি আশা করি ১ ফেব্রুয়ারি সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’

তাপস বলেন, ‘ঢাকাবাসীর জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে যে পরিকল্পনা দিয়েছি, তা সাদরে গ্রহণ করেছে। আমরা আশাবাদী ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণে নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে।’

প্রচারের সময় রাস্তায় যেন যানজট না হয়- সেদিকে খেলায় রেখে সুশৃঙ্খলভাবে গণসংযোগ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘যতবেশি মানুষের দোড়গোড়ায় যেতে পারব, বার্তা পৌছাতে পারব, ততই আমাদের ব্যবধান বৃদ্ধি হবে। আমরা বিশাল ব্যবধানের ম্যান্ডেড নিয়ে ঢাকাবাসীর জন্য উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। এই ঢাকাবাসী যাতে আর অবহেলিত বঞ্চিত না থাকে। একটি মেট্রোপলিটন নগরীর যে সুযোগ-সুবিধা, সেই সুযোগ সুবিধা যেন আমাদের ঢাকাবাসী তাদের দোরগোড়ায় পায় সেই লক্ষ্যে আমাদের নবসূচনা, নবযাত্রা।’

তাপস বলেন, ‘আপনারা আমাকে ১ ফেব্রুয়ারি ভোট দেন, আগামী পাঁচ বছর আমি আপনাদের দেব। নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করবো।’

এ সময় তিনি নয় নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মোজাম্মেল হক এবং মহিলা কাউন্সিলর মিলু রহমানকে পরিচয় করিয়ে দেন। পরে মতিঝিল, গুলিস্তান, শান্তিনগর এলাকায় গণসংযোগ করেন।

এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদে কামরান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ উপস্থিত ছিলেন।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়