ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিটি নির্বাচনে পাঁচ শতাধিক পর্যবেক্ষক মাঠে থাকবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিটি নির্বাচনে পাঁচ শতাধিক পর্যবেক্ষক মাঠে থাকবে

ঢাকা সিটি নির্বাচনে পাঁচ শতাধিক পর্যবেক্ষক মাঠে রাখার কথা জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের  নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত 'নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ' কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবেদ আলী বলেন, ‘ভোট কারচুপি ঠেকাতে আসন্ন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সঠিক। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন কমিশনের করা উচিত হবে না। আচরণবিধি লঙ্ঘনকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের উচিত নিরপেক্ষ থাকা।’

তিনি আরো বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সঠিক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে আমাদের পাঁচ শতাধিক পর্যবেক্ষক মাঠে থাকবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী জিয়াউল হক‌ এ সময় উপস্থিত ছিলেন।



ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়