ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তাপসের ক্যাম্পে হামলার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপসের ক্যাম্পে হামলার অভিযোগ

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ পাওয়া গেছে।

যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার জানান, বেলা দেড়টার দিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ৩৯ নম্বর ওয়ার্ড টিকাটুলী সেন্ট্রাল উইমেন্স কলেজে শেখ ফজলে নুর তাপসের নির্বাচনী ক্যাম্পে প্রচারের প্রস্তুতি চলছিলো। এ সময় ইশরাক হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

এতে যুবলীগের ২০/২৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন রমজান (সভাপতি ৩৯নং ওয়ার্ড যুবলীগ), হাসেম (সাবেক সাধারণ সম্পাদক ৩৯নং ওয়ার্ড যুবলীগ), রকি (যুবলীগ নেতা), রাসেল (যুবলীগ নেতা), সেলিম (কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক), রমজান (যুবলীগ নেতা), মশিউর (যুবলীগ নেতা), রাতুল (যুবলীগ নেতা) প্রমুখ।

হামলার ঘটনায় ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। মনিরুল ইসলাম জানান, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. মাইনুল হোসেন খান নিখিল আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যাচ্ছেন।


ঢাকা/পারভেজ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়