ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঢাকা উত্তরে যেসব স্থান থেকে বিতরণ হবে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা উত্তরে যেসব স্থান থেকে বিতরণ হবে নির্বাচনী সরঞ্জাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ও অন‌্যান‌্য সরঞ্জাম রাজধানীর আটটি স্থান থেকে বিতরণ করা হবে।

বুধবার বিকেলে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল নির্বাচনের সকল ধরনের সরঞ্জাম আটটি স্থান থেকে বিতরণ করা হবে। আগামীকাল দুপুর ১২টা থেকে কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিং চলবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের যে আটটি স্থানে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে সেগুলো হচ্ছে- আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী শাখা; ঢাকা ডেন্টাল কলেজ, মিরপুর-১৪; উত্তরা কমিউনিটি সেন্টার, সেক্টর ৬ উত্তরা; মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা); ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, মিরপুর-২; বনানী বিদ্যানিকেতন; তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা।

 

ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়