ঢাকা     শুক্রবার   ১০ মে ২০২৪ ||  বৈশাখ ২৭ ১৪৩১

মিরপুরে ৬ উইকেটে হারল মোহামেডান

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে ৬ উইকেটে হারল মোহামেডান

ক্রীড়া ডেস্ক : ফতুল্লায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগের ম্যাচে জয় পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার ঢাকায় ফিরে পরের ম্যাচেই হারের স্বাদ পেল দলটি।

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডে আজ খেলাঘর সমাজ কল্যান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক শামসুর রহমান। শুরুতে ব্যাটিংয়ে নেমে কেউ বড় ইনিংস খেলতে না পারায় ১৮১ রানের বেশি করতে পারেনি তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খেলাঘর।

মিরপুর শেরে-ই-বাংলায় ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে খেলাঘরের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন অমিত মজুমদার। ১০৫ বল মোকাবিলা করে ৮ চারে ৭৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন খেলাঘরের ভারতীয় অলরাউন্ডার অশোক মানেরিয়া। এছাড়া শুরুর দিকে নেমে ২৪ রান করেন ওপেনার মাহিদুল ইসলাম অনিক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহামেডানের হয়ে সর্বোচ্চ ইনিংসটি আসে রনি তালুকদারের ব্যাট থেকে। ৬৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৫ রান করেছিলেন তিনি। তার সঙ্গে ওপেনিংয়ে এনামুল হক ৩২ রান করে মোহামেডানের শুরটা ভালেই করেছিলেন। কিন্ত মাঝপথে তাইজুল ইসলাম ৩৩, শামসুর রহমান ২০ ও গুরিন্দার সিং ২০ ছাড়া আর কেউ দলকে বড় কোনো ইনিংস উপহার দিতে পারেননি। আর তাতেই ৪৫.৪ ওভারে ১৮১ রানে অলআউট মোহামেডান।

খেলাঘরের হয়ে বল হাতে ৪টি উইকেট নিয়েছিলেন তানভীর ইসলাম। মইনুল ইসলাম নেন ২টি উইকেট। এছাড়া হাসান মাহমুদ, আনজুম আহমেদ, মাসুম খান ও রাফসান আল মাহমুদ ১টি করে উইকেট পান।

এ জয়ে দশম রাউন্ড শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে খেলাঘর সমাজ কল্যান সমিতি। সমান ম্যাচ খেলে ৪ জয় ও ৬ হারে ৯ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়