ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পদ্মা-যমুনায় ইলিশ শিকার: ১০ জেলের জেল-জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২৫ অক্টোবর ২০২০  
পদ্মা-যমুনায় ইলিশ শিকার: ১০ জেলের জেল-জরিমানা

মানিকগঞ্জে দৌলতপুর উপজেলায় পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৭ জনকে ১ বছর করে জেল ও ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল জরিমানা করেন।

নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরকাটারি, বাচামারা, বাঘুটিয়াসহ পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ইলিশ শিকারের দায়ে ১০ জনকে আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জনকে ১ বছর করে জেল ও ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলেও জানান তিনি। 

চন্দন/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়