ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩  
নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১

নরসিংদী পৌরসভায় এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে পলাশ চন্দ্র রায় (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সম্পদ নামে আরও একজন শ্রমিক। 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিক পলাশ মারা যায়। আহত শ্রমিক সম্পদ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। 

এর আগে শনিবার সকালে শহরের পুরান বাসস্ট্যান্ড সংলগ্ন নদী-বাংলা সেন্টার পয়েন্ট নির্মাণাধীন ভবনটিতে এ  দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ দিনাজপুরের খানসামা এলাকার নিরেন রায়ের ছেলে। হতাহত দুজন শ্রমিকই বিকাশ চন্দ্র রায় নামের এক রাজমিস্ত্রির তত্ত্বাবধানে গত তিন মাস ধরে ভবনটিতে কাজ করছিলেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মো. সোহাগ বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজন মারা গেছে। এটি কোন গাফিলতির জন্য হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

হৃদয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়