ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২৭ ডিসেম্বর ২০২৪  
ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের যাত্রা শুরু

একটি রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালের ভেন্যু হিসাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডের।

রাজধানীর মিরপুর রোডে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার একটি অত্যাধুনিক ভেন্যু যেখানে কর্পোরেট ইভেন্ট, বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং বার্ষিক কর্মী সম্মেলন, বিয়ে অনুষ্ঠান এবং অন্যান্য বাণিজ্যিক এবং সামাজিক ইভেন্টগুলো আয়োজনের জন্য বিশেষভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে।

অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা যেমন এলইডি স্ক্রিন, সাউন্ড, লাইট এবং ক্যাটারিং পরিষেবাগুলোর জন্য বাইরের কারো ওপর নির্ভর করতে হবে না। দুইতলা এই কনভেনশন সেন্টারের দুটি হল ১৪০০০ স্কয়ার ফিট প্রশস্ত এবং রাউন্ড টেবিল সেট আপে ৮০০ জন আর থিয়েটার সেট আপে ১২০০ জন অতিথি ধারণে সক্ষম। বিশ্বমানের কনভেনশন সেন্টারের প্রয়োজনীয়তা পূরণে  ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কার্যকর ভূমিকা রাখবে।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়