ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহজুড়ে ওয়ালটনের নানা আয়োজন 

নিউজ ডেস্ক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১ জুন ২০২৫   আপডেট: ১৫:০৩, ১ জুন ২০২৫
পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহজুড়ে ওয়ালটনের নানা আয়োজন 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে সচেতনতামূলক অনুষ্ঠান

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নানা কর্মসূচি গ্রহণ করেছে। 

এরইমধ্যে কোম্পানির এনভায়রনমেন্ট, হেল্থ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের উদ্যোগে ওয়ালটন হেডকোয়ার্টার্সের আয়োজনে স্থানীয় বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে সচেতনতামূলক অনুষ্ঠান। এছাড়া, র‍্যালি, আলোচনা সভা, প্লাস্টিক সংগ্রহ ও রিসাইকেল, বৃক্ষ রোপণ, বৃক্ষ প্রদর্শনী, পোনামাছ অবমুক্তকরণ এবং  প্রশক্ষিণ প্রদানের মতো কর্মসূচি পালন করা হবে।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন সবসময়ই দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। ওয়ালটন পরিবেশ সংরক্ষণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ওয়ালটন কারখানার অভ্যন্তরে পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কমিউনিটিতেও বিভিন্ন বিষয় সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন হেডকোয়ার্টার্সের পার্শ্ববর্তী বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ দিবস উপলক্ষে এবারের স্লোগান "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়। 

সেখানে ওয়ালটনের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী শুভেচ্ছা বক্তব্যে বলেন “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাই এই প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপণের বিকল্প নাই। আর এই বৃক্ষ রোপণের পাশাপাশি আমাদের প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। কারণ পরিবেশের মূল তিনটি উপাদানই পাষ্টিকের মাধ্যমে দূষিত হয়, যার সম্পূর্ণ প্রভাব পড়ে মানব দেহে।” 

এ সময় ওয়ালটনের ইএইচএস বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু পরিবেশগত ও কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগামসমূহের পরিচিতি সম্পর্কে উপস্থিত সবাইকে জানান। স্কুলের ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় সকলের ভূমিকা এবং বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ এর প্রতিপাদ্য নিয়ে তিনি আলোচনা করেন। পরে স্কুল প্রাঙ্গণে নানা রকমের গাছ লাগানো হয়। 

পরিবেশ সম্পর্কে সবাইকে ছোটবেলা থেকেই সচেতন করতে স্কুলের সব শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক। এছাড়া,  স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দাতা সদস্য, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ওয়ালটন ইএইচএস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়