ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে ব্র্যাক ব্যাংক কার্ডে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়!

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১ জুন ২০২৫   আপডেট: ১৮:৩৩, ১ জুন ২০২৫
ঈদে ব্র্যাক ব্যাংক কার্ডে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়!

ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা এই ঈদুল আজহায় উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ফ্লাইট, হোটেল, শপিং ও ডাইনিংসহ আরও অনেক কিছুতে এই ছাড় থাকবে।

ফ্লাইট ও ভ্রমণ শেয়ারট্রিপে আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে ন্যূনতম খরচ ৩০,০০০ টাকা খরচে থাকছে সর্বোচ্চ ৫,০০০ টাকা ইন্সট্যান্ট ছাড়; অফার চলবে ৩১ মে পর্যন্ত। দেশের ভেতর ৫,০০০ টাকার বেশি খরচে ৫ জুনের মধ্যে ট্রাভেল বুকিংয়ে থাকছে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়। ইউএস বাংলা এয়ারের বেজ ফেয়ারের ওপর থাকছে আরও ১০ শতাংশ ছাড়।

হোটেল শাইনপুকুর স্যুইটস, অ্যালেগ্রো স্যুইটস, সি পার্ল বিচ রিসোর্ট, ছুটি রিসোর্ট গাজীপুর এবং পূর্বাচল, হোটেল কক্স টুডে এবং ওশান প্যারাডাইজসহ নির্বাচিত হোটেলে ৬০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। মানা বে -তে কার্ডহোল্ডার ও তাদের পরিবারের জন্য বাই-টু-গেট-ওয়ান ফ্রি।

লাইফস্টাইল ও ফ্যাশন ক্রেডিট কার্ডহোল্ডাররা এক্সট্যাসি, লা রিভ এবং কে ক্রাফ্ট থেকে ২,০০০ টাকার বেশি কেনাকাটায় দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। ডেবিট কার্ডহোল্ডাররা সিঙ্গার এবং গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেটে থাকছে ৩০০০ পর্যন্ত দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুযোগ। নির্বাচিত ঈদ হাটে ব্র্যাক ব্যাংকের কিউআর-এর মাধ্যমে ২০,০০০ টাকার বেশি খরচ করলে পাওয়া যাবে ৩০০০ পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট।

ডাইনিং ব্র্যাক ব্যাংকের সব কার্ডে পাওয়া যাবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ক্রাউন প্লাজা গুলশান, দ্য ওয়েস্টিন এবং রেডিসন ব্লু ঢাকাসহ শীর্ষস্থানীয় হোটেলগুলোতে বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি অফার।

ক্যাশব্যাক এবং ইএমআই ডেবিট কার্ডহোল্ডাররা নির্বাচিত শপিংমলে ৩,০০০ টাকার বেশি ট্যাপ অ্যান্ড পে লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন, সেই সঙ্গে কন্ট্যাক্টলেস পিওএস পেমেন্টে অতিরিক্ত ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ক্রেডিট কার্ডহোল্ডাররা ঈদ ও গ্রীষ্মকালীন পেফ্লেক্স ইএমআই ক্যাম্পেইনের মাধ্যমে সিঙ্গার এবং র‍্যাংগসসহ মার্চেন্টদের কাছে ২,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। র‍্যাংগস ইমার্টে ১৫ জুন পর্যন্ত ১২ মাসের ইএমআইসহ ১০,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে।

অনলাইন শপিং এবং জুয়েলারি এবং লেভেল আপের মতো নির্বাচিত ই-কমার্স প্ল্যাটফর্মে থাকছে ২০% পর্যন্ত ছাড়। এছাড়া জাভেরি, গোল্ড ওয়ার্ল্ড ডায়মন্ড এবং স্পার্কল জেমস অ্যান্ড জুয়েলার্সে হীরার গয়না এবং মেকিং চার্জে ৪৮ শতাংশ পর্যন্ত ছাড়।

আন্তর্জাতিক স্পেন্ডিং অ্যান্ড টিকেটিং ১৫ মে থেকে ১৪ জুনের মধ্যে ইন্টারন্যাশনাল রিটেইল লেনদেনে পাওয়া যাবে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট। সহজ, গ্রিনলাইন পরিবহন, যাত্রী এবং বিডি টিকেটের মাধ্যমে টিকেট কিনলে থাকছে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ডেবিট কার্ডহোল্ডাররা এই প্ল্যাটফর্মগুলিতে ১০০০ পয়েন্ট পর্যন্ত দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন।

হাম্বা মিট ক্যাম্পেইন বেঙ্গল মিট আউটলেটে বা অনলাইনে ৫,০০০ টাকা বা তার বেশি খরচ করলে ডেবিট কার্ডহোল্ডাররা ২,০০০ টাকা পর্যন্ত দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন। অফারের বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়