সাউথইস্ট ব্যাংক গ্রীন স্কুলের শিক্ষার্থীদের দুর্দান্ত ফল, পেলেন বিশেষ সম্মাননা
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
সাউথইস্ট ব্যাংক গ্রীন স্কুলের শিক্ষার্থীরা এডেক্সেল ও-লেভেল পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এই কৃতিত্বের স্বীকৃতি জানাতে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও উপহার দিয়ে সম্মানিত করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসর চেয়ারম্যান এম. এ. কাশেম, স্কুলের চেয়ারপারসন মিসেস রেহানা রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিদুর রহমান চৌধুরী এবং স্কুলের প্রিন্সিপাল মিসেস সৈয়দা নাসরিন আক্তারসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা একত্রে শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি দেন।
ব্যাংকের চেয়ারম্যান শিক্ষার্থীদের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেন এবং পড়াশোনায় অধ্যবসায় ও দৃঢ় সংকল্পের গুরুত্ব তুলে ধরেন। চেয়ারপারসন মিসেস রেহানা রহমান প্রথম ব্যাচকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য ভবিষ্যতে স্কুলের আরও বড় অর্জনের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে। প্রিন্সিপাল শিক্ষকদের প্রতিশ্রুতি ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা এই সাফল্যের অন্যতম চালিকাশক্তি।
ঢাকা/ইভা