ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

পাওনা আদায়ে সিটিসেল কর্মীদের সংবাদ সম্মেলন

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাওনা আদায়ে সিটিসেল কর্মীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : আট মাসের বেতন, বোনাস, প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি ও ট্যাক্স চালানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিটিসেল কর্মীরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই সংবাদ সম্মেলনের আয়োজন হয়। এতে কর্মীদের পক্ষ থেকে টিপু সুলতান বলেন, ‘সিটিসেল কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। আশ্বাস দেওয়ার পরও বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছে না। আমরা কি পাপ করেছি? কেন টাকা পাবো না?’

তিনি বলেন, ‘সারা জীবন তাদের জন্য ব্যয় করেছি। সবাই তো টাকা পাচ্ছে। কোম্পানির কাছে আমরা কোনো ক্ষতিপূরন চাইনি। আমাদের পাওনা টাকা যেন পাই, সেটাই চাইছি।

সিটিসেলের মালিকরা বাংলাদেশে অন্য ব্যবসা ঠিকই করে যাচ্ছেন কিন্তু আমাদের টাকা দিচ্ছেন না। আমরা যেন সাধারনভাবে বাঁচতে পারি- এ ব্যাপারে গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে সহযোগিতা চাই।’

তিনি আরো বলেন, ‘কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের জন্য বাধ্য হয়ে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল) কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম শ্রমিকদের পক্ষে এ নোটিশ দিয়েছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ম্যানেজার রুহুল কুদ্দুস, মোসাদ্দেক মিলন, ডি এম হাসান মাহামুদ আলী, আইনজীবী তানজিম আল ইসলাম।




রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৭/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়