ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

ব্লক মার্কেটে সাউথইস্ট ব্যাংকের সবচেয়ে বেশি লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২০  
ব্লক মার্কেটে সাউথইস্ট ব্যাংকের সবচেয়ে বেশি লেনদেন

প্রতীকী ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রোববার (০৬ সেপ্টেম্বর) ১৯ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। কোম্পানিটির ৪ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটের লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেডের। কোম্পানিটির ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানির মধ্যে একমি ল্যাবরেটরিজের ৫৬ লাখ ৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার,  ইসলামী ব্যাংকের ১ কোটি ২৭ লাখ টাকার,  এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৫ লাখ ৮২ হাজার টাকার,  স্কয়ার ফার্মার ৯৬ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকার, সি পার্ল বিচের ১০ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৬ লাখ ২৯ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩০ হাজার টাকার, কে অ্যান্ড কিউয়ের ৭৩ লাখ ৭২ হাজার টাকার, জিকিউ বলপেনের ২৩ লাখ ৬৬ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ৩৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়