ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সারা দেশে বজ্রপাতে নিহত ৭

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ৬ মে ২০২৪   আপডেট: ২১:০৫, ৬ মে ২০২৪
সারা দেশে বজ্রপাতে নিহত ৭

বাংলাদেশে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে আজ সোমবার (৬ মে) বজ্রপাতে নিহত হয়েছেন ৭ জন। মূলত বৈশ্বিক উষ্ণায়নের মধ্য দিয়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের কারণে বজ্রপাত বাড়ছে।

রোববার (৫ মে) কালবৈশাখীর আশঙ্কায় ৩ দিনের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় হতে পারে, সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

হবিগঞ্জে বজ্রপাতের ঘটনায় আজ ১ জন মারা গেছেন। বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় সোমবার (৬ মে) দুপুরে মাদরাসা শিক্ষক দানিছ মিয়া (৫২) মারা যান। গতকাল রোববার (৫ মে) সন্ধ্যায় বজ্রপাতে গৃহবধূ হালিমা খাতুন (৪৪) মারা যান।

শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে কুলসুম বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে স্বামীর জন্য জমিতে খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন তিনি। কুলসুম বেগম একই গ্রামের আফসার উদ্দিন মাঝির স্ত্রী।

সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে সোমবার (৬ মে) সকালে বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। মোহাম্মদ মাহতাব উদ্দিন ওরফে মাতাই। তিনি উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যান তিনি। নিহত সমুজ মিয়া একই গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে।

ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় কামরুল শেখ (৩৫) নামে আরেক কৃষককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মাদারীপুরে বজ্রপাতের পৃথক ঘটনায় ২ জন মারা গেছেন। সোমবার (৬ মে) বিকেলে সঞ্জিত বল্লভ (৩৫) এবং জসিম হাওলাদার (৪২) নামে দুই জন বজ্রপাতে নিহত হয়েছেন।

নিহত সঞ্জিত বল্লভ(৩৫) গোপালগঞ্জের কোটালিপাড়া কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার নগেন বল্লভের পুত্র। তিনি মাদারীপুর শহরের পুরানবাজারে একটি মিষ্টির দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং নিহত জসিম হাওলাদার কালকিনি উপজেলা কয়ারিয়া ইউনিয়নের মোল্লার হাট রামারপোল গ্রামের হান্নান হাওলাদারের ছেলে।

/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়