ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৩ কোম্পানির বিক্রেতা শূন্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৯ জুলাই ২০২১  
৩ কোম্পানির বিক্রেতা শূন্য

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রি করার আগ্রহ নেই বিনিয়োগকারীদের। এতে কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারে সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়েছে।

ফলে বৃহস্পতিবার (২৯ জুলাই) লেনদেন চলাকালীন কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো— কপারটেক, মেট্রো স্পিনিং এবং দেশবন্ধু পলিমার।

কপারটেক: বুধবার কপারটেকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ টাকা। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৯.৬০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

মেট্রো স্পিনিং: বুধবার মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৪০ টাকা। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৯.১০ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।

দেশবন্ধু পলিমার: বুধবার দেশবন্ধু পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫.৫০ টাকা। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৭ টাকায়। ফলে কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৯.৬৭ শতাংশ বেড়েছে।
 

ঢাকা/এনটি/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়